+8801733729736 info@raba.com.bd

President

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন রাজশাহীর প্রাচীন প্রতিষ্ঠান। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অত্র বারের সদস্যগণ মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে নাগরিক অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার প্রািতষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা পালন, আর্থসামাজিক, রাজনৈতিক সর্বপরি দেশ সেরা রাজশাহী মহানগরী নির্মাণের ক্ষেত্রে রাজশাহীর বিজ্ঞ আইনজীবীগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। রাজশাহী মহানগরীর ঐতিহাসিক পটভুমিতে যেসব গুণী ব্যক্তি বিশেষ কর্ম সম্পাদন করে দেশ ও নগরীকে সম্বৃদ্ধ করেছেন তাঁরা সবাই মহৎ মানুষ হিসাবে উজ্জল হয়ে আছেন। রাজশাহী এডভোকেট বারের সদস্য বৃন্দ কবিতায়, সাহিত্যে এবং রাজনীতিতে উজ্জল নক্ষত্রতুল্য। প্রবীণ আইনজীবীগণ দেশের আইন অঙ্গণে খ্যাতিমান আইনজীবী হিসাবে পরিচিত, পাশাপাশি নবীণ আইনজীবীগন ও ন্যায় বিচার নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা ও দ্রুত বিচার নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে চলেছেন। আমি সকলের সু-স্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করি।

আলহাজ মো. আবুল কাসেম (১)
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন
সভাপতি