+8801733729736 info@raba.com.bd

President

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন রাজশাহী মহানগরীর অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নাগরিকদের অধিকার নিশ্চিতকরনের পাশাপাশি দেশের আর্থ সামাজিক, রাজনৈতিক এবং সমৃদ্ধশালী রাজশাহী বি-নির্মানের ক্ষেত্রে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর বিজ্ঞ আইনজীবীগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। রাজশাহী মহানগরীর ঐতিহাসিক পটভূমিতে যে সব গুনি ব্যক্তি বিশেষ কর্ম সম্পাদন করে দেশ ও নগরীকে সমৃদ্ধ করেছেন, তাঁরা সবাই মহৎ মানুষ হিসাবে উজ্জল হয়ে আছেন।

আলহাজ মো. আবুল কাসেম (১)
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন
সভাপতি